Published On: Sat, Apr 27th, 2013

নকিয়া এবার মুঠোফোনে যুক্ত করছে জনপ্রিয় অ্যাপস ‘হোয়াটসঅ্যাপ’ বোতাম!

Share This
Tags

3মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া এবার নিজেদের মুঠোফোনে যুক্ত করছে জনপ্রিয় অ্যাপস ‘হোয়াটসঅ্যাপ’ বোতাম। বিনা মূল্যে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় এ অ্যাপসটি নকিয়ার ‘আশা’ সিরিজের মুঠোফোনে যুক্ত হবে বলে জানা গেছে। শিগগিরই নতুন এ হোয়াটসঅ্যাপ বোতাম যুক্ত নতুন মুঠোফোন বাজারে আসবে। ২০০৯ সালে চালু হওয়া হোয়াটসঅ্যাপটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুক চ্যাট ও গুগল চ্যাটের পর হোয়াটসঅ্যাপটি বিশ্বের তৃতীয় জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপস। হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জ্যান জোউম জানান, হোয়াটসঅ্যাপ দিয়ে প্রতিদিন ৮০০ কোটি ইনবাউন্ড এবং এক হাজার ২০০ কোটি আউটবাউন্ড বার্তা আদান-প্রদান হয়!
বাজার-গবেষকদের মতে, মূলত নকিয়ার তৈরি মুঠোফোনে এসএমএসের বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নকিয়া ‘আশা ২১০’ মডেলের মুঠোফোনে যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বোতাম। ফোনটির দাম হবে ৭২ ডলার। ২.৪ ইঞ্চি পর্দার স্পর্শকাতর সুবিধা এ মুঠোফোনে থাকছে ওয়াইফাই সুবিধা। উত্তর আমেরিকা ও এশিয়ায় তরুণদের মাঝে দ্রুত জনপ্রিয়তা বাড়তে থাকা হোয়াটসঅ্যাপের নানা সুবিধা যাতে সহজে নকিয়ার ব্যবহারকারীরা পেতে পারে, সে জন্যই নকিয়ার এ উদ্যোগ।—বিবিসি

 

Leave a comment

You must be Logged in to post comment.