Published On: Sun, May 11th, 2014

ধোনি-ফ্লেমিং স্মিথের প্রশংসায়

Share This
Tags

dমুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চার উইকেটের জয়ের পর ওপেনার ডোয়াইন স্মিথকে প্রশংসায় ভাসালেন চেন্নাই সুপুার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিং।

শনিবার মুম্বাইয়ের ছুড়ে দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে নেমে ক্যারিবীয় ওপেনার ১৬তম ওভার নিজেকে ক্রিজে টিকিয়ে রেখেছিলেন। তার ব্যক্তিগত ৫৭ রান দলের জয়ের ভিত্তি গড়ে দেয়।

ম্যাচ শেষে ধোনি তার ক্লাব সতীর্থকে নিয়ে বলেন,‘অন্য যে কোনো সময়ের চেয়ে স্মিথ এবার বেশ ধৈর্য নিয়ে ব্যাটিং করেছে। তার সবল দিকগুলো ধরতে পেরে তার উপর ভিত্তি করে রান করেছে। রান তাড়া করার কাজটি ও সহজ করেছে।’

কোচ ফ্লেমিং বলেন,‘আমি ওর (স্মিথ) শক্তি পছন্দ করি, এটা টপ অর্ডার ব্যাটিংয়ের জন্য প্রয়োজন। ম্যাককালাম ও রায়নাও ভালো সহযোগিতা করেছে। স্মিথ যদি এক ওভারেই তিন-চারটা ছয় মারে, তবে ডট বল নিয়ে চিন্তার কিছু থাকে না। পরের ব্যাটসম্যানদের উপর তখন আর চাপ থাকে না, তারা বুঝতে পারে তাদের কী করতে হবে।’

Leave a comment

You must be Logged in to post comment.