Published On: Mon, Apr 22nd, 2013

বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আবদুল হামিদ

Share This
Tags

images2দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ।

মনোনয়নপত্র যাচাই বছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সোমবার সকালে একমাত্র প্রার্থী আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেন।

কাজী রকীব উদ্দীন আহমেদ বলেন,‘একমাত্র প্রার্থী হওয়ায় আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করছি।

ইসি সচিব মোহাম্মদ সাদিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৭ ও বিধিমালা অনুসারে গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদ এডভোকেট, পিতা- মৃত হাজী মো. তায়েব উদ্দিন, গ্রাম- কামালপুর, মিঠামইন, ডাকঘর- মিঠামইন, উপজেলা- মিঠামইন, জেলা- কিশোরগঞ্জ দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।

ইসির এ সংক্রান্ত গেজেট প্রকাশের পরই সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ আয়োজনের উদ্যোগ নেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

Leave a comment

You must be Logged in to post comment.