দেশের প্রথম নারী স্পিকার হলেন ড. শিরিন
দেশের প্রথম নারী স্পিকার হলেন ড. শিরিন শারমীন চৌধুরী। মঙ্গলবার তাকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করা হয়।
এর আগে সোমবার রাতে আওয়ামী লীগের সংসদীয় সভায় ড. শিরিন শারমিন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শিরীন শারমিন চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সাংসদ নির্বাচিত হন। এরপর তিনি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এ ছাড়া বর্তমানে তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।