দুই নেত্রীরই মানসিক পরিবর্তন দরকার
আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, দেশের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া উভয়েরই মানসিক পরিবর্তন দরকার।
শনিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত ‘রাজনৈতিক মানবাধিকার কোন গন্তব্যে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রফিক-উল হক বলেন, ‘দেশে কিছু দিন ধরে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বিএনপি বলছে, তত্ত্বাবধায়কের কথা আর আওয়ামী লীগ বলছে, অন্তর্র্বতীকালীন সরকারের কথা। দুই নেত্রী সংলাপে বসলে সব সমস্যা সমাধান হয়ে যাবে।’
দুই নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাধারণ মানুষ চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যার মাধ্যমে দেশে শান্তি ফিরে আসবে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেশের জনগণকে আশ্বস্ত করুন।’
সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ, সামাজিক পরিবেশ বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুঁইয়া ও সিনিয়র সাংবাদিক সুজন দে প্রমুখ উপস্থিত ছিলেন।