Published On: Thu, Jul 10th, 2014

দাগ পরবেনা আইফোন ৬ এ

Share This
Tags

iphone6

আইফোন ৬ এ গরিলা গ্লাসের থেকেও উন্নত মানের ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লেটির প্রতিরোধ ক্ষমতা এতটাই বেশি হবে যে, এর উপর ছুরি চালালেও কোনো প্রকার আঁচড়ের দাগ পরবেনা।

সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, ধারালো ছুরি, চাবি ইত্যাদি দিয়ে আঁচড় দেয়ার পরও ফোনটির ডিসপ্লেতে কোনো প্রকার দাগ পড়েনি। এছাড়া ৯০ ডিগ্রি কোণে উপর থেকে ফেলার পরেও ফোনটির কোনো প্রকার ক্ষতি হয়নি।

ভিডিও ফাঁসকারী মারকুয়েস ব্রাউনলি দাবি করেন, চার দশমিক সাত ইঞ্চির নতুন আইফোনের ডিসপ্লে অনেক বেশি আঘাত সহ্য করতে পারবে। কয়েক দিন আগে ফাঁস হওয়া সংবাদে জানা যায়, আইফোনের ষষ্ঠ সংস্করণে স্বাস্থ্য সেবা দেয়ার মতো বেশ কিছু সেন্সর যুক্ত হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে বাজারে আসতে পারে অ্যাপলের বহুল কাঙ্ক্ষিত এই ফোনটি।

Leave a comment

You must be Logged in to post comment.