ডাকাত সন্দেহে মিরপুরে ১৯ জন আটক
রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকা থেকে ডাকাত সন্দেহে ১৯ ব্যক্তিকে গ্রেফতারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পিস্তল, গুলি, ছুরি, প্রাইভেট কার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমান দাবি করেন, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবির একটি দল সোমবার রাতে মিরপুর ২ নম্বর এলাকায় এই অভিযান চালায়। এ সময় ডাকাত দলের ১৯ সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, তাদের কাছ থেকে তিনটি রিভলবার, ছয়টি গুলি, ছয়টি ছুরি, বেশ কয়েকটি রড, একটি বিলাসবহুল (মারসিডিজ বেঞ্জ) গাড়ি, তিনটি প্রাইভেট কার, ছয়টি মোটরসাইকেল, সিএনজিচালিত তিনটি অটোরিকশা ও পুলিশের পোশাক উদ্ধার করা হয়।
মসিউর রহমান আরো জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা যাত্রীবেশে ভাড়ায়চালিত মাইক্রোবাস ও প্রাইভেট কারে উঠে অন্য যাত্রীদের কাছ থেকে মালামাল নিয়ে যান। নির্জন স্থানে যাত্রীদের নামিয়ে দিয়ে পরে গাড়িও নিয়ে যান। এ ছাড়া তারা চালকদের কাছ থেকে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যান।