ডঃ ইউনূসের কংগ্রেসনাল মেডেল গ্রহণ
গত ১৭ এপ্রিল তারিখে মার্কিন কংগ্রেসের সর্বোচ্চ বেসামরিক পদক ‘ইউএস কংগ্রেসনাল গোল্ড মেডেল’টি গ্রহণ করলেন ডঃ মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক জমকালো অনুষ্ঠানে ড. ইউনূসের হাতে তুলে দেওয়া হলো এই পুরস্কার ও সম্মাননা। প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার ড. ইউনূসের হাতে পদক তুলে দেন। এ সময় প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু ডেমোক্রেট দলের নেত্রী সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি পাশে ছিলেন।
তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই পদক পেলেন। সেইসাথে তিনি সেইসব বিরল মানুষদের তালিকায় নাম লেখালেন যারা ইউএস প্রেসিডেন্টস গোল্ড মেডেল এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল দুটোই পেয়েছেন।এ ছাড়াও মুসলিম বিশ্বের তিনিই প্রথম ব্যক্তি যিনি এ পুরস্কার পেলেন।ড. ইউনূস ও বাংলাদেশ এবং গোটা মুসলিম বিশ্বের জন্য এ এক বিরলতম ঘটনা। শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের নিজের সফলতার মুকুটে যোগ হলো আরো একটি উজ্জ্বল পালক।