Published On: Wed, Jun 19th, 2013

জেল হতে পারে বেনজেমা ও রিবেরির!

Share This
Tags

image_370_69643অপ্রাপ্ত বয়স্ক যৌনকর্মীর সাথে সম্পর্ক রাখার অভিযোগে প্যারিসে গতকাল দুই ফরাসী ফুটবলার করিম বেনজেমা ও ফ্র্যাঙ্ক রিবেরির বিচার কাজ শুরু হয়েছে। অভিযোগটা বেশ পুরনো, আর যথেষ্ট গুরুতরও বটে।  প্রায় তিনবছর আগে তাদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।  অভিযোগ প্রমাণিত হলে এই দুই তারকার তিন বছরের জেল এবং কমপক্ষে ৪৫ হাজার ইউরো জরিমানাও হতে পারে।  বায়ার্ন মিউনিখের উইঙ্গার রিবেরি এবং রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড বেনজামা কেউই ফরাসী এই তরুণীর সাথে মেলামেশার ব্যাপারটি অবশ্য অস্বীকার করেননি।  দুই খেলোয়াড় জানান, সম্পর্ক থাকাকালীন সময়ে (২০০৮-২০০৯ সাল) তাদের ওই তরুণীর বয়সের ব্যাপারে জানা ছিল না।  ফ্রান্সের আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী তরুণীদের জন্য অর্থের বিনিময়ে যৌনতা সম্পূর্ণ বেআইনী।  রিবেরি ও বেনজেমার এই বিচার কাজ আগামী ২৬ জুন পর্যন্ত চলবে বলে জানা গেছে।

Leave a comment

You must be Logged in to post comment.