Published On: Sat, Jun 22nd, 2013

জিয়া খানের মৃত্যু দুঃখজনক: বিদ্যা

Share This
Tags

vidya-balanরহস্যজনক মৃত্যুতে সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী জিয়া খানের ব্যাপারে মুখ খুললেন বিদ্যা বালান। জিয়ার আত্মহত্যাকে খুবই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে বলেন, ‘এটা খুবই দুঃখজনক।নিজের জীবনকে শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত কেউ কীভাবে নিতে পারে, তা আমি বুঝি না। জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আমি মনে করি, জীবনে এমন কিছুই ঘটতে পারে না, যার জন্য জীবনের মায়া ত্যাগ করা যায়।’

সম্প্রতি বিদ্যা ও ইমরান হাশমি অভিনীত ‘ঘানচক্কর’ ছবিটির প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। আগামী শুক্রবার মুক্তি পাবে ছবিটি।

বিদ্যা বলেন, ‘আমি আশা করব, ভবিষ্যতে আর কখনোই এমন অপ্রত্যাশিত মৃত্যুর খবর শুনতে হবে না কাউকে। আমি কল্পনাও করতে পারি না, মানুষ আত্মহত্যার পথ কীভাবে বেছে নেয়! এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। আমার মনে হয় না আত্মহত্যা করার জন্য সাহসের প্রয়োজন; বরং এর উল্টোই সত্য বলে মনে হয় আমার কাছে।

Leave a comment

You must be Logged in to post comment.