জিম্বাবুয়ে সফর শেষে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম
সফর শেষে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম।
২০১১ সালে জিম্বাবুয়ে সফরেই টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর সাকিব আল হাসানকে সরিয়ে মুশফিককে অধিনায়কের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর মুশফিক বলেন, “এই সফর শেষে অধিনায়কত্ব থেকে আমি সরে দাঁড়াবো।”
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতলেও শেষ দুটি ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ অবশ্য ড্র করেছে।
এরপর দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।