জামায়াত শিবির-পুলিশের সংঘর্ষে মালিবাগে ১ জন নিহত
রাজধানীর মালিবাগ বায়তুল আজিম জামে মসজিদের সামনে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে মনসুর আলী (২২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে ৪ পুলিশসহ ৬ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল ৫-৬ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মালিবাগ বায়তুল আজিম জামে মসজিদের সামনের মূল সড়কে এসে বিক্ষোভ করে জামায়াত-শিবির। তারা টায়ার জ্বালায় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ সময় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের একটি পিকঅ্যাপ ভ্যানে আগুন দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় মনসুর আলী গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।