জঙ্গি-সন্ত্রাসীদের কেউ বাঁচাতে পারবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন যতই মুরব্বি থাকুক, যত বড় শক্তিই পাশে দাঁড়াক জঙ্গি-সন্ত্রাসীদের কেউ রক্ষা করতে পারবে না, দেশে জঙ্গিবাদ-সন্ত্রাস বন্ধ করতে যা যা প্রয়োজন তাই করা হবে।
শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের এক বৈঠকের আগে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের জঙ্গিবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে চলবে না। রাজনীতি করতে হলে এগুলো বন্ধ করতে হবে। গণতান্ত্রিক পথে আসতে হবে। এগুলো জনগণ মেনে নেবে না। জঙ্গিবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে যা যা প্রয়োজন তা করে যাচ্ছি, করে যাব।
বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যতই মুরব্বি থাকুক, যত বড় শক্তিই পাশে দাঁড়াক জঙ্গি-সন্ত্রাসীদের কেউ রক্ষা করতে পারবে না। জনগণ আমাদের পাশে আছে। জনগণকে নিয়ে আমরা এগিয়ে যাব।’
শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের এক বৈঠকের আগে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের জঙ্গিবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে চলবে না। রাজনীতি করতে হলে এগুলো বন্ধ করতে হবে। গণতান্ত্রিক পথে আসতে হবে। এগুলো জনগণ মেনে নেবে না। জঙ্গিবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে যা যা প্রয়োজন তা করে যাচ্ছি, করে যাব।
বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যতই মুরব্বি থাকুক, যত বড় শক্তিই পাশে দাঁড়াক জঙ্গি-সন্ত্রাসীদের কেউ রক্ষা করতে পারবে না। জনগণ আমাদের পাশে আছে। জনগণকে নিয়ে আমরা এগিয়ে যাব।’