ছাপাখানা সিলগালা করে আমার দেশ পত্রিকা বন্ধ
রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক আমার দেশের ছাপাখানায় তালা লাগিয়ে সিলগালা করে দিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমারের নেতৃত্বে একটি দল সংবাদকর্মীদের বের করে দিয়ে ছাপাখানায় তল্লাশি চালায়।
প্রায় ২ঘন্টা সাড়াশি অভিযান শেষে ১১টার দিকে ছাপাখানা তালাবদ্ধ করে দেয় ডিবি পুলিশ।
অভিযানে ছাপাখানার ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে নিয়ে যায় পুলিশ।