চীনে নার্সিং হোমে আগুন, নিহত ৩৮

চীনের হেনান প্রদেশের একটি নার্সিং হোমে আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে হেনানের পিংদিংশান শহরের ব্যক্তিমালিকানাধীন কানগ্লেয়ুয়ান নার্সিং হোমের এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শেষ খবর পাওয়া পর্যন্ত নার্সিং হোমটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছিল। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। চীনের সেন্ট্রাল টেভিশনের ফেসবুক পেইজে পোস্ট করা এক ছবিতে একটি ভবন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। ছবি দেখে ভবনটির অবস্থান একটি পেট্রল পাম্পের পেছনে বলে মনে হচ্ছে।
প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো ঘটনাটি জানিয়েছে। সংবাদমাধ্যমগুলো জানায়, হেনানের লুশান কাউন্টির ওই বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের সময় দেড় শতাধিক লোক ছিল। দগ্ধদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা দাবি করেছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই নিরাপদে সরে যেতে পেরেছে। তবে আগুন নেভানোর পর সেখানে আর কেউ আটকা পড়েছেন কিনা বা কারও দুর্ভাগ্যজনক পরিণতি ঘটেছে কিনা তা খুঁজে দেখছে উদ্ধারকর্মীরা।
ডেস্ক রিপোর্ট – dhakabd 24