Published On: Thu, Mar 27th, 2014

চল্লিশ ভার্সেস চার

Share This
Tags

forty_t0_fourযেকোনো বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন অনেকেই। কিন্তু মাত্র চার বছর বয়সে এক্সপেরিমেন্ট করাটা সত্যিই অবিশ্বাস্য। যা অনেকে চল্লিশ বছরেও করতে পারেন না। সম্প্রতি এমনই এক ‘আশ্চর্য বালিকার’ সন্ধান মিলেছে লন্ডনে। ছোট্ট সেই শিশুর নাম মেইহম।

মেইহম ভালোবাসে নিজেকে সাজাতে। তাই নামি-দামী সেলিব্রিটিদের পোশাক হুবহু তৈরি করে কাগজ আর কাপড় দিয়ে। আর এই পোশাক তৈরির জন্য মা অ্যাঙ্গিরও মেইহমকে সাহায্য করেন।

মেইহন ঘণ্টার পর ঘণ্টা সময় পার করে কাগজ আর কাপড় নিয়ে। হলিউডের নামকরা সেলিব্রিটিদের পোশাকের মিনি ভার্সন তৈরি করে মেইহন৷ এ বছর গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে জেনিফার লরেন্স ও লিপুতা নিয়ঙ্গো যে লাল ও সাদা গাউন পরে হেঁটেছিলেন, মেইহম তা বানিয়ে ফেলেছে নিজের জন্য৷ এছাড়া এ বছর গ্যামিতে কেটি পেরি যে সাদা রঙের মিউজিক ইন্সপায়ার ভ্যালেন্টিনো পড়েছিলেন, তারও পেপার ভার্সন বানিয়ে ফেলেছে মেইহম৷

মেইহমের মা অ্যাঙ্গি জানিয়েছেন, এই পোশাকগুলির জন্য তারা টিস্যু পেপার, র‍্যাপিং পেপার, গিফট ব্যাগ এমনকি প্লাস্টিকও ব্যবহার করেছেন৷

তিনি আরো জানান, মেইহম বিশ্বাস করে, ফিল্মি তারকাদের থেকে সে অনেক বেশি ফ্যাশানেবল।

সম্প্রতি এক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় মেইহম তার অসাধারণ কৃতিত্ব তুলে ধরে৷ শুধু তাই নয়. মেইহমের ফ্যাশন, বাচন ভঙ্গি, স্টাইল মুগ্ধ করেছে প্রতিযোগিতার বিচারকসহ বিশ্বের হাজারো মানুষকে। এক কথায় চার বছরের এই শিশু চমকে দিয়েছে চল্লিশ বছরের সেলিব্রিটিদের।

চার বছরে বয়সের এমন চিন্তাধারা ও আগ্রহ খুব কম শিশুদের মাঝে দেখা যায়। বিজ্ঞজনেরা মনে করছেন, মেইহমের এই দক্ষতা ও পরিশ্রম একদিন তাকে পৃথিবীর টপ ফ্যাশন ডিজাইনার হিসাবে পরিচিতি পাবে।

Leave a comment

You must be Logged in to post comment.