Published On: Thu, Jun 5th, 2014

চট্টগ্রাম মহাসড়কের কাজ এ বছরেই শেষ

Share This
Tags

obadiulযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ এ বছরেই শেষ হবে। প্রকল্পের আওতায় এ মহাসড়কে মাটি ভরাটের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে।’ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে বলে আশা করা যায়। এ মহাসড়কের ১৯০ কিলোমিটারের মধ্যে ৬৬ কিলোমিটার চার লেনের কার্পেটিংয়ের কাজও এরই মধ্যে সম্পন্ন হয়েছে।’

সরকারি দলের মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে এ পর্যন্ত এক হাজার ৩৬৯ কোটি নয় লাখ টাকা ব্যয় হয়েছে। এ প্রকল্পে শুরু থেকে এই পর্যন্ত এক হাজার ৬২১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’

সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা শহরের যানজট নিরসনকল্পে সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে এবং করছে যার ফলে যানজট নিরসনে অনেক সাফল্য অর্জিত হয়েছে।’

Leave a comment

You must be Logged in to post comment.