ঘনিষ্ঠ দৃশ্যে মাধুরী
দীর্ঘদিন বলিউড থেকে স্বেচ্ছা নির্বাসন শেষে ফের ছবিতে কাজ করতে ফিরছেন মাধুরী দীক্ষিত। আর ফিরেই এবার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর এবার তা করছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহর সঙ্গে। আসছে ‘দাদ ইশকিয়া’ ছবিতে নাসিরুদ্দিন শাহ এর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে মাধুরীকে।
নাসিরুদ্দিন শাহ এর আগে বিদ্যা বালানের সঙ্গে এই ছবির প্রথম পর্ব ‘ইশকিয়া’তে ঘনিষ্ঠ দৃশ্যে অংশ নিয়েছিলেন। ‘দাদ ইশকিয়া’ ছবিটি পরিচালনা করছেন অভিষেক চৌবে। তিনি অবশ্য মাধুরী ও নাসিরুদ্দিনের মতো খ্যাতিমান দুই অভিনেতা অভিনেত্রীর ঘনিষ্ঠ দৃশ্য ক্যামেরাবন্দি করাকে মোটেও সহজ কাজ হিসেবে দেখছেন না।
এ প্রসঙ্গে চৌবে বলেন, তাদের ঘনিষ্ঠ দৃশ্য ধারণ করা সত্যিই কঠিন কাজ হবে। অভিনেতা-অভিনেত্রীরা আমার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করে এবং আমি তাদের এই নিশ্চয়তা দিয়েছি যে তারা কেউ কারও জন্য ক্ষতিগ্রস্ত হবে না।