গ্রামীনফোন নতুন সেবা চালু করেছে
কল পরবর্তী তথ্য জানানোর সেবা চালু করেছে দেশের এক নম্বর মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন।
এর মাধ্যমে গ্রাহক কোনো কল করার পর একটি নোটিফিকেশনের মাধ্যমে কলের বিস্তারিত তথ্য জানতে পারবেন। যাতে থাকবে সর্বশেষ কলের স্থিতিকাল, কলের খরচ ও সর্বশেষ ব্যালেন্স।
২৯ সেপ্টেম্বর রাত থেকে এ সেবা চালু করে গ্রামীণফোন।
গ্রামীণফোনের আগে এ সেবা চালু করেছে এয়ারটেল, রবি ও টেলিটক।
এর মাধ্যমে কলরেট ও ব্যালেন্সের ব্যাপারে সহজেই সচেতন থাকতে পারবেন গ্রাহকরা।