গ্রামীণ ব্যাংক ভাঙা যাবে না: ইউনুস
সরকারের যত ক্ষমতাই থাকুক না কেন দেশের মানুষ জেগে উঠলে গ্রামীণ ব্যাংক ভাঙা যাবে না বলে মন্তব্য করেছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ড.ইউনূস এ মন্তব্য করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল- এ ভূষিত হওয়ায় দিনব্যাপী দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করে নোবেলজয়ী ড. ইউনূস সুহৃদ-চট্টগ্রাম।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছাত্র-তরুণদের সমাবেশে ড.ইউনূস দিকনির্দেশনামূলক ভাষণ ও দর্শকদের প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে ইউনুস বলেন, ‘এখন সরকার বলছে গ্রামীণ ব্যাংক ভেঙে দেবে, টুকরো টুকরো করে দেবে। বাস্তবে এটা সম্ভব হবে না। এটা প্রতিহত করতে হবে।’