গ্রামীণ ফোনের নয়া প্রতারণা ‘রিচার্জে পণ্য উপহার’
দেশের বৃহৎ টেলিকম ব্যবসায়ী ‘গ্রামীণ ফোন’ গ্রাহকদের সাথে প্রতারণা করেই যাচ্ছে। গ্রামীণ ফোন বর্তমানে প্রচারিত ‘রিচার্জে পণ্য উপহার’ এর যে বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। কিন্তু তাদের কোটা বহু আগেই শেষ হয়ে গেছে। আর দেশের মিডিয়াগুলো তাদের বিজ্ঞাপন পাওয়ায় কারণে মুখ খুলছে না।
জানা গেছে, ১০০০টাকা রিচার্জ করলে ৯৫০টাকা ও ৫০০ টাকা রিচার্জ করলে ৪৫০টাকার ইউনিলিভারের পণ্য দেয়া হবে। কিন্ত টাকা রিচার্জ করার আগে না বললেও পরে তারা জানাচ্ছে অপেক্ষায় থাকেন একলাখ ছিয়ানব্বই হাজার গ্রাহকের মধ্যে থাকলে আপনি পাবেন।আর এর বাইরে কোট শেষ হয়ে গেলে আর পাবেন না।
এব্যাপারে গ্রামীণ ফোনের মিডিয়া বিভাগে যোগায়োগ করা হলে তার অন্য বিভাগে কথা বলতে বলে। অন্য ওই বিভাগ থেকে বলা হয় এটা আমাদের দেখার বিষয় নয়। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামীণ ফোনের একজন কর্মকর্তা জানান, তাদের এই অফার বহু আগেই শেষ হয়ে গেছে। কিন্তু তারা এখনো বিজ্ঞাপন প্রচার করে অতিলোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কয়েকশ কোটি টাকা।