গুগলে চাকরির জন্য তথ্য
টেক জায়ান্ট গুগলে চাকরি করতে আগ্রহী অনেকেই। কিন্তু যোগ্যতা থাকার পরেও এ ধরনের উচ্চ প্রোফাইলের চাকরিতে আবেদনের জন্য সিভি কীভাবে তৈরি করতে হবে তা অনেকেরই জানা থাকে না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি গুগলের পিপলস অপারেশন্স বিভাগের প্রধান ল্যাজলো বকের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে তিনি তুলে ধরেছেন কীভাবে গুগলে চাকরির জন্য সিভি লিখতে হবে।
সিভিতে কোন বিষয়গুলো লেখা তিনি পছন্দ করেন? এ প্রশ্নের জবাবে বক বলেন, ‘আপনার উপযুক্ততা প্রমাণের চাবিকাঠি হলো এটা- আমি X অর্জন করেছি, এটা Y-এর সঙ্গে সম্পর্কিত, Z করতে গিয়ে এটা হয়েছে।’
বক বলেন উদাহরণস্বরূপ অনেকেই এমনটা লেখেন- ‘আমি এডিটরিয়াল লিখেছি নিউ ইয়র্ক টাইমসের জন্য।’
তবে তার বদলে সম্পূর্ণ বাস্তবতাকে তুলে ধরে বলা সম্ভব- ‘আমার ৫০টি নিবন্ধ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যা অন্য লেখকদের গড় ৬টির চেয়ে অনেক বেশি। এটি আমার এ বিষয়ে তিন বছরের কঠোর অধ্যবসায়ের ফল।’
বক বলেন, ‘অধিকাংশ মানুষ তাদের সিভিতে সঠিক বিষয়গুলো লেখেন না।’