গায়ক শাহরুখ
বলিউড কিং খান শাহরুখ ভক্তদের জন্য এক নতুন খবর। নায়ক হিসেবে শাহরুখকে যেভাবে ভালোবাসেন ভক্তরা তেমনি গায়ক হিসেবেও তাকে গ্রহণ করেছেন। তাই ভক্তদের জন্য এবার নিজের গাওয়া গান নিয়েই শাহরুখ প্রকাশ করছেন একটি মিউজিক ভিডিও।
কোনো বানিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং গান থেকে অর্জিত অর্থ একটি সেবামূলক সংস্থাকে প্রদানের শর্তেই গাইলেন শাহরুখ।
তবে এই সুপারস্টার দেখিয়েছেনও বেশ। গাইলেন তো গাইলেন তাও আবার কোনো হিন্দি গান নয়। একটি মারাঠি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বিশিষ্ট সঙ্গীত পরিচালক এবং গায়ক শেখর রাজভানির সঙ্গীত আয়োজনে কণ্ঠশিল্পী দ্বৈত এ গানে তার সাথে আরো কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহানও। আর যথারীতি রোমান্স তো আছেই।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, মিউজিক ভিডিওটির কাজ শেষ হয়েছে। শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে।
এর আগে নিজের অভিনীত বেশ কয়েকটি সিনেমায় প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন শাহরুখ।