খালেদা জিয়া চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে যাচ্ছেন
চিকিৎসার জন্যে ১৬ জুন দেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে তিনি ২৪ জুন ফিরে আসবেন বলে মঙ্গলবার দলীয় সূত্র নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, চিকিৎসার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুরে যাচ্ছেন। সিঙ্গাপুরে বেগম জিয়া এক সপ্তাহ থাকবেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারী হাঁটুর পরীক্ষা ও দাঁতের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন চেয়ারপার্সনের একান্ত সচিব সালেহ আহমেদসহ বেগম জিয়ার পরিবারের কয়েকজন সদস্য।