Published On: Tue, Jun 3rd, 2014

খাগড়াছড়িতে বিএনপির সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

Share This
Tags
khagrachoriজেলা বিএনপির সভাপতিসহ ২৫ জন নেতাকর্মীর নামে রামগড় থানায় মামলা দায়েরের প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

এর আগে গত ২৭ মে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশ প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করানো হয়েছে।

শহরতলীর বিভিন্ন এলাকায় পিকেটিং করছে বিএনপরি নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে অপহরণ, মারধর, চুরি, হুমকির অভিযোগে রামগড় থানায় দু’টি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত দুই ব্যক্তি। আর এই দুই মামলায় আসামি করা হয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও তার পরিবারের ৫ সদস্যসহ ২৫ জন নেতাকর্মীকে। এ কারণে দলটি দিনব্যাপী সড়ক অবরোধের ডাক দেয়।

Leave a comment

You must be Logged in to post comment.