Published On: Thu, Aug 22nd, 2013

ক্যাটেরিনাকে হটিয়ে দীপিকা

Share This
Tags

Deepika-n-Katrinaঅনেকদিন ধরেই চলছিল চাপা উত্তেজনা। কার ভাগ্যে মিলছে শাহরুখের বিপরীতে ‘হ্যাপি নিউ ইয়ার’এ অভিনয়ের সুযোগ। প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী ক্যাটরিনা ও দীপিকা পাডুকোন।

শোনা যাচ্ছিল, ‘যাব তাক হে জান’ ছবির সফল জুটি হিসেবে শাহরুখের নতুন ছবিতেও জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফ। কিন্তু এরপরই ‘চেন্নাই এক্সপেসে’র সফলতা যেন মোড় ঘুরিয়ে দিল। ক্যাটরিনা নয়, দীপিকার সাথে শাহরুখকে বেশি গ্রহণ করেছে দর্শকরা। এর প্রেক্ষিতে সিদ্ধান্ত পাল্টে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখের বিপরীতে দীপিকাকে বেছে নিলেন ফারহা খান। চুক্তি অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে ছবির শুটিং। ছবিতে আরো থাকছেন অভিষেক বচ্চন ও বোমান ইরানি।

এর আগেও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র দৌড়েও অনুস্কা, ক্যাটরিনাকে পিছনে ফেলেও এগিয়ে গিয়েছিলেন দীপিকা।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘চেন্নাই এক্সপ্রেস’ শাহরুখের সঙ্গে দীপিকার রসায়নও বক্স অফিস নাড়িয়ে দিয়েছে। এছাড়াও এ বছর ‘রেস টু আর’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো সুপারহিট ছবি দিয়েছেন দীপিকা। এখনও বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।

 

Leave a comment

You must be Logged in to post comment.