Published On: Thu, Nov 27th, 2014

কোকাকোলা দুধ আসছে বাজারে

Share This
Tags

coca-cola-white-can-dry-original

বিশ্বের বৃহত্তম পানীয় সংস্থা কোকা কোলা আনতে যাচ্ছে ডেইরি প্রোডাক্ট। বাজারে সাধারণ দুধের থেকে দ্বিগুণ মূল্যে বিক্রি হবে কোকো কোলার ‘হাই প্রোটিন’ দুধ।

প্রশ্ন উঠছে, অতিরিক্ত মূল্য দিয়ে নতুন কী পাওয়া যাবে কোকো কোলার দুধে? কোকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্যান্ডি ডগলাস এক বিনিয়োগকারী সম্মলনে জানান, “৫০ শতাংশ বেশি প্রোটিন থাকবে। ৩০ শতাংশ বেশী ক্যালসিয়াম থাকবে। এছাড়াও সাধারণ দুধের থেকে ৩০ শতাংশ কম শর্করা ও ল্যাকটস মুক্ত দুধ উপহার দিতে পারব আমরা।” কবে বাজারে কোকো কোলার নতুন প্রোডাক্ট পাওয়া যাবে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি স্যান্ডি ডগলাস।

সাম্প্রতিক কোক কম্পানি লড়াই চালাচ্ছে তাদের বিভিন্ন ঠান্ডা পানীয়কে আরও বেশি উপযোগী করে তুলতে।  শর্করার ভাগ কমানো হয়েছে তাদের বিভিন্ন জুস ও সোডা প্রোডাক্টে। তবে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের নতুন দুধের প্রোডাক্ট বিকল্প দিশা দেখাবে বলে মনে করছে কোকা কোলা কম্পানি।

Leave a comment

You must be Logged in to post comment.