Published On: Tue, Apr 23rd, 2013

কিভাবে USB দিয়ে ভাইরাস প্রবেশের রাস্তাটা বন্ধ করবেন ?

Share This
Tags

66041_380619742053042_170467300_nআমাদের কম্পিউটারে যত ভাইরাস আসে তার ৯০% এ আসে USB ড্রাইভ দিয়ে।USB ড্রাইভ দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করে দিন আপনার কম্পিউটারে।

Win-7 এর জন্য
1. Start Menu, থেকে Run এ ক্লিক করুন।
2. gpedit.msc টাইপ করে এন্টার করুন
3. ‘Group Policy‘, নামের একটা উইন্ডো আসবে।
4. প্রথমে ‘Administrative Templates‘ এবং তারপর ‘Windows Components‘, এ ক্লিক করুন
5. ডান প্যানেলে ‘AutoPlay Policies‘ তে ডাবল ক্লিক করুন
6. একটা নতুন পপ আপ উইন্ডো আসবে।
7. ডানে Turn off autoplay on “All Drivers” সিলেক্ট করে apply দিয়ে Ok করুন ।

Win-XP এর জন্য
1. Start Menu, থেকে Run এ ক্লিক করুন।
2. gpedit.msc টাইপ করে এন্টার করুন
3. ‘Group Policy‘, নামের একটা উইন্ডো আসবে।
4. প্রথমে ‘Administrative Templates‘ এবং তারপর ‘System‘, এ ক্লিক করুন
5. ডান প্যানেলে ‘Turn off Autoplay‘ তে ডাবল ক্লিক করুন
6. একটা নতুন পপ আপ উইন্ডো আসবে।
7. Settings এর ভিতর থেকে ‘Enabled‘ ক্লিক করুন।
8. Turn off autoplay on “All Drivers” সিলেক্ট করে apply দিয়ে Ok করুন ।

Leave a comment

You must be Logged in to post comment.