কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের অবশেষে চূড়ান্ত বিবাহ বিচ্ছেদ
অবশেষে কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের ৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে। শনিবার মুম্বাইয়ের ফ্যামিলি কোর্টে তাদের চূড়ান্ত বিবাহ বিচ্ছেদ হয়।
আদালতের নির্দেশ মতে, দুই সন্তান কারিশমার সাথেই থাকবে এবং ইচ্ছে করলে সন্তানদের সাথে দেখা করতে পারবেন সঞ্জয় কাপুর।
কারিশমা-সঞ্জয় তাদের ৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন অনেক আগেই। আদালতের সম্মতিতে দীর্ঘদিন আলাদা থেকেছেন। এরপর শনিবার এ বিষয়ে শুনানি শেষে আদালত থেকে তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করা হয়। এ সময় কারিশমার সঙ্গে হাজির ছিলেন বোন কারিনা কাপুর ও ভগ্নিপতি সাইফ আলি খান।
প্রিয়া সাচদেবের সাথে সঞ্জয় কাপুরের অবৈধ সম্পর্কের জের ধরেই তাদের এই বিবাহ বিচ্ছেদ ঘটেছে বলে জানা গেছে।