Published On: Sat, Apr 13th, 2013

এশিয়া কাপ ক্রিকেট ঢাকায়

Share This
Tags

asia cupএশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১২ সালের আয়োজক ছিল বাংলাদেশ। ২০১৪ সালে ভেন্যু ঠিক হয়েছিল ভারতে। এখন সেটা স্থানান্তরিত হয়ে ঢাকায় হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান শনিবার সাংবাদিকদের এ আশার কথা শুনিয়েছেন।

২০১৪ সালে ১৩তম এশিয়া কাপ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিবিকে দিতে রাজি আছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় দুই বোর্ডের কর্মকর্তাদের এনিয়ে আলোচনাও হয়েছে ।

সেক্ষেত্রে বাংলাদেশ চতুর্থবারের মতো এশিয়া কাপ আয়োজকের দায়িত্ব পালন করবে। প্রথমবার ১৯৮৮, দ্বিতীয়বার ২০০০ এবং ২০১২ সালে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের সফল আয়োজক ছিল বিসিবি।

বিসিবি নির্ভরযোগ্য একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে শনিবার  জানান, ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হবে এশিয়া কাপ।

সর্বশেষ এশিয়া কাপে দারুণ খেলেছে বাংলাদেশ দল। ভারত এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলেছে পাকিস্তানের সঙ্গে। তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ ফাইনালে হেরে গেলেও প্রশংসা কুড়িয়েছেন মুশফিকুর রহিমরা।

Leave a comment

You must be Logged in to post comment.