Published On: Thu, Nov 26th, 2015

এখনি ডটকম এখন বাগডুম

Share This
Tags

bagdoom_2

ই-কমার্স সাইট এখনি ডটকম এর নাম পরিবর্তন করে বাগডুম ডটকম রাখা হয়েছে। ইতোমধ্যেই অনানুষ্ঠানিকভাবে বাগডুম ডটকম নাম নিয়ে যাত্রা শুরু করলেও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি সাইটটির কর্তৃপক্ষ।

নামের সাথে পরিবর্তন আনা হয়েছে সাইটটির লোগো এবং ডিজাইনেও। একই সাথে পরিবর্তন করা হয়েছে সাইটটির ফেসবুক পেইজের ঠিকানাও।

এ ব্যাপারে বাগডুম ডটকমের সহকারী ব্যবস্থাপক (ইনভেন্টরি ম্যানেজমেন্ট) মো. মারুফুজ্জামান জানান, তারা বৈশ্বিক পরিসরে কাজ করার চেষ্টা করছেন। দেশে একই ধরনের নাম দিয়ে বেশ কয়েকটি অনলাইন বেচাকেনার সাইট থাকায় ক্রেতারা বিভ্রান্ত হন। তাই নতুন নাম নিয়ে অনেকটা নতুনভাবে বাগডুম নামে কাজ শুরু করা।

প্রসঙ্গত, ২০১১ সালে ক্ল্যাসিফায়েড ই-কমার্স সাইট হিসেবে যাত্রা শুরু করে এখনি ডটকম।

Leave a comment

You must be Logged in to post comment.