Published On: Thu, Mar 6th, 2014

এই প্রথম বাংলাদেশি হ্যাকারদের ম্যাগাজিন ‘দ্য ব্ল্যাক হ্যাট’

Share This
Tags

Black-Hat
ডেস্ক রিপোর্ট- সফেন আচার্য

দেশে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন ‘দ্য ব্ল্যাক হ্যাট’ ।

‘যদি আপনি হোন একজন আইটি এক্সপার্ট তাহলে আপনিও আমাদের সাথে আসুন’ এ স্লোগানে ম্যাগাজিনটি এনেছে দেশি হ্যাকার সংগঠন ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স’।

‘দ্য ব্ল্যাক হ্যাট’র সম্পাদক ব্ল্যাক এক্সপ্লোরার (সাদা ভূত) এ বিষয়ে বলেছেন, ‘দেশের তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে থাকা তরুণদের এ খাতে টানা এবং সিকিউরিটি এক্সপার্ট হিসেবে গড়ে তোলাই ম্যাগাজিনটি আনার মূল উদ্দেশ্য। পাশাপাশি বাংলাদেশের সাইট অ্যাডমিনদের সিকিউরিটি টিপস দেওয়া, যাতে সর্বস্ব সিকিউরিটি নিশ্চিতের মাধ্যমে সাইট সুরক্ষিত রাখতে পারে। একজন তরুণও যদি এর মাধ্যমে উপকৃত হয় তবে তথ্যপ্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

তার দাবি, এটি দেশের প্রথম সিকিউরিটি রিলেটেড ম্যাগাজিন। আগের সব উদ্যোগের মতো এটিও অলাভজনক এবং দেশের স্বার্থে, মানুষের কল্যাণে আনা।

উল্লেখ্য, এ ম্যাগাজিনে যেকেউ লিখতে পারবেন। ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভলপিং, আইটি , সিকিউরিটি, তথ্যপ্রযুক্তি, আউটসোর্সিং, টেক-নিউজ, পেন-টেস্টিং, লিনাক্স, নেটওয়ার্কিং, আইটি-মার্কেট, অ্যান্ড্রয়েড, টেকনোলজি, প্রোগ্রামিং, চেইন –টিউটোরিয়াল, সফটওয়্যারসহ তথ্যপ্রযুক্তি সম্পর্কিত লেখা bdblackhatmag@gmail.com ঠিকানায় পাঠিয়ে ‘দ্য ব্ল্যাক হ্যাট’এ প্রকাশ করা যাবে।

Leave a comment

You must be Logged in to post comment.