ইলিয়াস আলীর খোঁজ মিলল না এক বছরেও
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে উদ্ধারে এখন আর কারও কোনো তৎপরতা নেই। বিএনপিতে তাঁর ঘনিষ্ঠ নেতারা মনে করেন, তিনি আর বেঁচে নেই। তবে এ নিয়ে তাঁরা প্রকাশ্যে কিছু বলতে চান না। ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা এক বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার।
এদিকে ইলিয়াস আলীর সন্ধান চেয়ে আদালতে করা রিট নিয়ে বাদীপক্ষের এখন আর কোনো আগ্রহ নেই। গত বছরের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর স্বামীর সন্ধান চেয়ে হাইকোর্ট রিট আবেদন করেন। এতে সরকারের প্রতি রুল জারি করা হয়। কিন্তু সেই রিট নিয়ে বাদী এখন এগোতে চান না।