Published On: Sun, Apr 13th, 2014

ইলিশের বাজারে বৈশাখী উত্তাপ

Share This
Tags
frozen-hilsa-fishবৈশাখী উত্তাপ ছড়িয়ে পড়েছে ইলিশের বাজারে। ইলিশ মাছ নাগালের বাইরে চলে যাচ্ছে সাধারণ ভোক্তাদের। বৈশাখি উৎসবে অনেকের কাছেই ইলিশ একটি উপাদান হওয়ায় অর্থ হাতিয়ে নিতে প্রতি বছরের মতো এবারো সক্রিয় উঠেছে অসাধু ব্যবসায়ীরা। ফলে ইলিশের দাম কয়েক গুণ বেড়ে গেছে। বাজারে গিয়ে ইলিশ কিনতে গিয়ে হতাশ হয়ে ফিরছে সাধারণ মানুষ।
বৈশাখকে সামনে রেখে গেল সপ্তাহ থেকে ক্রমেই বাড়ছে ইলিশের দাম। বৈশাখ আসতে এখন মাত্র কয়েক দিন বাকি থাকায় বাজার চলে যাচ্ছে পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে।
বাজার ঘুরে দেখা যায়, ৯০০ গ্রাম ওজনের প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা, এক কেজি ওজনের ইলিশ দোকানি আবদার করছে সাত হাজার টাকারও বেশি।
একজন ক্রেতা জানান, সরকার ইলিশের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। যার কারণে ইচ্ছা খাকা সত্ত্বেও ইলিশ কেনা দূরহ হয়ে পড়েছে। পুরো বৈশাখী উৎসবই ম্লান হওয়ার পথে।
তবে এক দোকানি জানান, আমাদের কিছুই করার নেই। পাইকাররা দাম বাড়িয়েছে, তাই আমরা বাড়িয়েছে। আমরা পারি বেচা বন্ধ করতে।
এ ছাড়া কেজিপ্রতি রুই ৩৪০, কাতলা ৪৩০, তেলাপিয়া ১২০, কৈ (চাষের) ২২০, সিলভার ১২০, পাঙ্গাস ১১০, টেংরা ৩২০, শোল মাছ ৩৫০, মলাঢেলা ২০০, বাইলা মাছ ৪৫০, কাচকি মাছ ২৫০, সুরমা মাছ ১৬০, টাকি ২৪০, বোয়াল ৩৫০ থেকে ৬০০, ভেদা ৩০০ এবং শিং মাছ ৮০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

Leave a comment

You must be Logged in to post comment.