Published On: Mon, Jul 14th, 2014

‘ইবোলার’ সংক্রমণ বাড়ছে তিন দেশে

Share This
Tags

images (2)সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে ইবোলা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য দিয়েছে।
ডব্লিউএইচওর তথ্যমতে, ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে ইবোলায় আক্রান্ত হয়ে ওই তিন দেশে ২১ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত ৪৪ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে।
ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে রোগীর বমি, ডায়রিয়া ও রক্তক্ষরণ হয়। ইবোলো কিডনি ও যকৃতে online casino জটিলতার সৃষ্টি করে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ ভাইরাস অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ইবোলা ভাইরাস ঠেকাতে এখন ও কোনো টিকা আবিষ্কৃত হয়নি।
ডব্লিউএইচও জানায়, গত ফেব্রুয়ারি থেকে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে ইবোলার সংক্রমণে ৫৩৯ জন মারা গেছেন। সব মিলিয়ে সংক্রমণের শিকার হয়েছেন ৮৮৮ জন।

সুত্রঃ রয়টার্স।                                                                                                           ডেস্ক রিপোর্টঃ আদনান অনিন্দ্য

Leave a comment

You must be Logged in to post comment.