Published On: Sun, Jun 22nd, 2014

ইডেন ছাত্রীদের হাতাহাতি, আহত ২

Share This
Tags

ChhatraLeagueworkersscuffleরাজধানীর ইডেন মহিলা কলেজে আবাসিক হলে বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্রী আহত হয়েছেন।

শনিবার সাড়ে ১০টার দিকে কলেজের আয়েশা সিদ্দিকা হলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সাবিনা ইয়াসমিন (২৩) এবং রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মৌসুমী (১৯)। আহতদের সহপাঠী জেসমিন আকতার বাংলানিউজকে জানান, শনিবার রাতে বিশ্বকাপ খেলার আর্জেন্টিনা ও ইরানের ম্যাচ চলছিল। এসময় একদল ছাত্রী কলেজের আয়েশা সিদ্দিকা হলের টিভি রুমে গিয়ে নাটক-সিরিয়াল দেখতে চান।

কিন্তু আরেক দল ছাত্রী খেলা দেখতে চাইলে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে দুই ছাত্রী আহত হন।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

Leave a comment

You must be Logged in to post comment.