Published On: Wed, Jun 19th, 2013

আবার সেরা সাকিব আল হাসান

Share This
Tags

image_53667_0  গত বছর খানেক ধরে ওয়ানডে অলরাউন্ডারের এক নম্বর জায়গাটা নিয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ হাফিজের মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে। একবার সাকিব এক নম্বর হচ্ছেন, আবার হাফিজ হচ্ছেন। গত সোমবার প্রকাশিত রিলায়েন্স আইসিসির নতুন র‍্যাংকিং হাফিজকে হটিয়ে আবার এক নম্বরে উঠে এলেন সাকিব।

অবশ্য গত কয়েক বারের মতো এবারও এক নম্বরে ওঠার পেছনে সাকিবের পয়েন্টের কোনো ভূমিকা রাখতে হয়নি। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্সের ফলে ৩৮২ পয়েন্টে নেমে এসেছে হাফিজের রেটিং। ফলে ৩৮৭ পয়েন্টের মালিক থাকা সাকিব এমনিতেই এক নম্বরে চলে গেছেন।

র‍্যাংকিং উন্নতি হয়েছে বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাকেরও। গত সপ্তাহ পর্যন্ত ৬৬৩ পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাংকিং এ দশ নম্বরে থাকলেও তিনি এক ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছেন। উল্লেখ্য রাজ্জাক এ বছরই ৬৭৯ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ছয় নম্বরে পৌঁছে গিয়েছিলেন।

সাকিব ২০০৯ সালের ২১ জানুয়ারি প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাংকিং এ শীর্ষে চলে আসেন। এরপর প্রায় দু’বছর টানা এক নম্বর থাকার পর অল্প কিছুদিনের জন্য শীর্ষস্থান হারিয়েছিলেন শেন ওয়াটসনের কাছে। পরে আবার উদ্ধার করেন জায়গাটা। সবশেষ এ বছরই ৩ জানুয়ারি প্রকাশিত র‍্যাংকিং এ সাকিব শীর্ষস্থান হারান পাকিস্তানী অলরাউন্ডার হাফিজের কাছে। হাফিজ ৪৩৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে হাফিজ ৩৮ পয়েন্ট হারিয়ে নেমে যান দ্বিতীয় স্থানে।

আবার জিম্বাবুয়ে সফরের পরই সাকিব একসঙ্গে ৩৫ পয়েন্ট হারিয়ে ৩৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান! সেই একই রেটিং পয়েন্ট নিয়ে এখন আবার এক নম্বরে এলেন তিনি।

Leave a comment

You must be Logged in to post comment.