আত্মহত্যার চেষ্টা ঐশীর
গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী উন্নয়ন কেন্দ্রে থাকার সময় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে ঐশী রহমান। তবে তার সে চেষ্টা ব্যর্থ হয়।
গত শনিবার সন্ধ্যায় ঐশীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। এখন থেকে এখানেই থাকবে ঐশী। আত্মহত্যার চেষ্টার বিষয়টি জানার পর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।
তবে কারা কর্তৃপক্ষ গতকাল বলেছে-ঐশী রহমান নামাজ পড়ছেন। তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ও বাবা-মার জন্য দোয়াও করছেন। দিনভর মন খারাপ
করে থাকা ঐশী বেশ কয়েকবার কেঁদেছেন।
এদিকে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ঐশীর জামিনের আবেদন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।