আজ অপূর্বর জন্মদিন
জনপ্রিয় নাট্যাভিনেতা অপূর্বর জন্মদিন আজ ২৭ জুন। এবারের জন্মদিনটি পালন করতে তিনি গতকালই কক্সবাজারে পৌঁছেছেন। সেখানে তার সাথে আছেন তার স্ত্রী অদিতি ও তার খুব কাছের বন্ধুবান্ধব।
অপূর্ব বলেন, ‘সত্যি বলতে কী এক ঘেয়ে জীবন থেকে একটু দূরে থাকতেই আসলে এবারের জন্মদিনের সময়টুকু কাটাতে কক্সবাজারে এসেছি। আশা করি সবাই মিলে বেশ ভালোভাবেই দিনটি পালন করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ’
এদিকে আগামী ২৯ জুন ঢাকায় ফিরেই অপূর্ব চয়নিকা চৌধুরীর নির্দেশনায় দুটি ঈদের নাটকে কাজ করবেন। একটি ‘লজ্জা’ ও অন্যটি ‘জায়গা শুদ্ধো বাড়ি’। দুটি নাটকে তার বিপরীতে অভিনয় করভেন ফারাহ রুমা ও রিচি সোলায়মান।