আইয়ুব বাচ্চুর গান ফুটবল নিয়ে
বিশ্বকাপ ফুটবল-২০১৪ শুরু হচ্ছে আর কিছুদিন পরই। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে উন্মাদনা। এই ঢেউ আছড়ে পড়ছে শিল্পীদের মনেও। তাই অনেকেই ফুটবল নিয়ে গান তৈরিতে ব্যস্ত। তবে এরই মধ্যে গান শেষ করেছেন আইয়ুব বাচ্চু। ‘দোল লাগে দোল, প্রাণে লাগে দোল/পায়ে লাগে ছন্দ, প্রাণে ফুটবল’_ এমন কথার গানটি লিখেছেন সাজ্জাদ হুসাইন।
সুর ও সংগীত আইয়ুব বাচ্চুর। আর কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠ ও খুদে গানরাজের ১০ জন শিল্পী। তারা হলো_ মনির, আশিক, রোমেল, মেহেদী, রাফসান, নির্বাচিতা, বৃষ্টি, বন্যা, স্মরণ ও ঝুমা। সম্প্রতি আইয়ুব বাচ্চুর এবি কিচেন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গানটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে তৈরি হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে গানটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। গতকাল থেকে গানটির মিউজিক ভিডিও নির্মাণ শুরু হয়েছে। গানটি নিয়ে আইয়ুব বাচ্চু খুব আশাবাদী.