Published On: Mon, Apr 22nd, 2013

আইফোন পাঁচটি ভিন্ন ভিন্ন রঙে

Share This
Tags

for-iPhone-5-Back-Cover-Colorভিন্ন ভিন্ন  পাঁচটি রঙে সাশ্রয়ী দামের আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। অ্যাপল ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য অনলাইনে ফাঁস করেছে।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, সাশ্রয়ী দামের প্লাস্টিকের কেসযুক্ত আইফোনের নতুন সংস্করণ তৈরি করছে অ্যাপল। চলতি বছরের অক্টোবর মাস নাগাদ ২০০ ব্রিটিশ পাউন্ড দামের এ আইফোন বাজারে দেখা যেতে পারে বলেই এক খবরে জানিয়েছে ডেইলি মেইল।
ধারণা করা হচ্ছে, সাশ্রয়ী এই আইফোনে থাকবে ৩.৫ ইঞ্চি মাপের স্ক্রিন। সাদা, কালো, নীল, লাল ও হলুদ এই পাঁচ রঙে বাজারে আসবে আইফোনগুলো।
অনলাইনে ট্যাকটাস ডটকম নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে পাঁচ রঙের এ আইফোনের ছবিও প্রকাশ করেছে। তবে এ ছবির উত্স সম্পর্কে কোনো তথ্য জানায়নি ওয়েবসাইটটি।
অবশ্য অ্যাপল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সাশ্রয়ী দামের আইফোন তৈরির কথা বলেছিলেন।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে গ্রাহকদের চাহিদা কথা মাথায় রেখে পাঁচ রঙের আইফোনের দেখা মিলতেই পারে।

Leave a comment

You must be Logged in to post comment.