Published On: Sun, Jul 21st, 2013

আইন নয় কামরুল এখন ‘ওয়েট অ্যান্ড সি’ প্রতিমন্ত্রী

Share This
Tags

জামায়াতেTuna007_1315897129_1-2010-10-14-19-36-01-Kamrul-Islamর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে পে এক দর্শকের প্রশ্নের জবাবে তিনি এই নীরবতা পালন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ডের রায় দেওয়ার পর তার বিরুদ্ধে আপিল করার জন্য দাবি জানিয়ে আসছে গণজাগরণ মঞ্চসহ প্রগতিশীল কয়েকটি সংগঠন।

জামায়াতকে কখন নিষিদ্ধ করবেন এ প্রশ্নের জবাবে কোনো সময়-তারিখ বলেননি আইন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যথাসময়ে সরকার যথাযথ সিদ্ধান্ত নেবে।

বিবিসি বাংলাদেশ সংলাপের ৩৬তম পর্বের আজকের প্যানেল আলোচক ছিলেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সচিব ও কলামিস্ট শাহ আব্দুল হান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন।

Leave a comment

You must be Logged in to post comment.