অবরোধে রাজধানী ফাঁকা


অবরোধ চলাকালে রাজধানীতে কোথাও বড়ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেশির ভাগ মার্কেট ও দোকানপাটও বন্ধ থাকতে দেখা গেছে। ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে আজ সকালে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
এদিকে, বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকে তালা দেওয়া রয়েছে। বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন।
প্রসঙ্গত, ‘একতরফা নির্বাচনের তফসিল’ বাতিলের দাবিতে গত সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৪৮ ঘণ্টার এই অবরোধের ঘোষণা দেন। আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ শেষ হবে আগামী বৃহস্পতিবার ভোর ৬টায়।