Published On: Wed, Oct 14th, 2015

ফেসবুক শপিং এর দিন আসছে

Share This
Tags
facebook-shopping
শিগগিরই ফেসবুকে করা যাবে কেনাকাটা। অনলাইনে কেনাকাটার জন্য ফেসবুক থেকে বের হতে হবে না। এমন সুবিধা সম্বলিত কিছু ফিচার যোগ করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
সোমবার ফেসবুকের এক ঘোষণায় জানানো হয়েছে, এমন কিছু ফিচার যোগ করা হবে, যাতে ব্যবহারকারীরা ফেসবুকে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করে ফেসবুক থেকেই কেনা-কাটা করতে পারে। ফেসবুক থেকে অন্য সাইটে মাইগ্রেট করতে না হয়। অ্যামাজনের মতো প্রতিষ্ঠানকে ই-কমার্স খাতে টেক্কা দেওয়ার লক্ষ্য নিয়েই এ ফিচার যুক্ত করা হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটারের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, মোট খুচরা বিক্রির ২ শতাংশেরও কম হয় মোবাইল ডিভাইসের মাধ্যমে। কিন্তু এ ব্যবস্থাটিকে সহজ করে দিয়ে খাতটিতে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে ফেসবুক।
ধারণা করা হচ্ছে, এ সুবিধা যোগ করার ফলে ফেসবুক প্রতিষ্ঠানটি যেমন নতুন ব্যবসার ধারায় প্রবেশ করবে, তেমনি বিজ্ঞাপন খাত থেকে আয়ও বাড়বে কয়েকগুণ।
এ ব্যাপারে জানতে চাইলে ফেসবুকের পণ্য বিপণন বিভাগের প্রধান ইমা রজারস বলেন, গ্রাহকরা মোবাইলে যাতে সহজেই প্রয়োজনীয় পণ্য খুঁজে পান আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। এতে অনলাইনে কেনাকাটা যেমন সহজ হবে তেমনি ব্যবসার সম্প্রসারণও দ্রুত হবে।

Leave a comment

You must be Logged in to post comment.