Published On: Sat, Aug 16th, 2014

সুখী দাম্পত্য জীবন পেতে চিকিৎসককে বিয়ে করুন

Share This
Tags

6-26-2012-4-22-51-PM-10904595দীর্ঘ দাম্পত্য জীবন লাভ করবেন যদি একজন ফিজিশিয়ানকে বিয়ে করেন। সেই সঙ্গে বেশ কিছু সুযোগ সুবিধা মিলবে বলে নতুন এক গবেষণায় প্রমাণ মিলেছে। ইউনিভার্সিটি অব মিশিগান মেডিক্যাল স্কুলের এক দল গবেষক তাদের গবেষণায় দেখেন, ফিজিশিয়ানরা বেশ দেরিতে বিয়ে করেন এবং তাদের দাম্পত্য জীবনে অন্যান্য চ্যালেঞ্জও তারা সফলভাবে মোকাবিলা করেন। সঙ্গী বা সঙ্গিনীর পেশা বা সংসারে সময় দেওয়া ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও তারা দক্ষ থাকেন।
গবেষকরা বহু ফিজিশিয়ান এবং তাদের সঙ্গী-সঙ্গিনীর সাক্ষাৎকার নিয়েছেন। তাদের কথা থেকেই জানা গেছে তারা কত দক্ষতার সঙ্গে সংসার সামলান। আর্থিক নিরাপত্তা, আদর্শ সম্পর্কের বৈশিষ্ট্য লালন-পালনসহ বাচ্চারাও বেশ নিশ্চিন্তে থাকে। কারণ, কোথাও কেটে গেলে বাবা কিংবা মাই কত দ্রুত চিকিৎসা দিতে পারেন।
গবেষণায় আরো দেখা গেছে, দম্পতিরা যদি দুজনেই ফিজিশিয়ান হন তবে সংসার আরো বেশি সুখের হয়। সংসার জীবন কাটানোর ক্ষেত্রে অধিকাংশ দম্পতির ভাষ্যে উঠে আসে-
তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করেন।
পরিবারের প্রত্যেক সদস্যের গুরুত্ব সম্পর্কে সজাগ তারা।
নিজেদের কাজ ও তার মূল্যকে ভাগ করে নেন তারা।
দাম্পত্য জীবনে একজন চিকিৎসককে পাওয়ার সুবিধা সম্পর্কে বুঝতে পেরেছেন তারা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেই সব মেডিক্যাল দম্পতিদের যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। যাদের পরিবার বড়, সে ক্ষেত্রে পরিবারের সদস্যদের দ্বারা তাদের জীবনের নানা অংশ প্রভাবিত হয়।
অ্যাসোসিয়েশন অব আমেরিকান মেডিক্যাল কলেজেস এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে।

Leave a comment

You must be Logged in to post comment.