Published On: Thu, Nov 20th, 2014

হন্ডুরাস সুন্দরীর লাশ উদ্ধার

Share This
Tags

mu honduras10মিস হন্ডুরাস মারিয়া হোসে আলভারাদো (১৯) ও তাঁর বড় বোন সোফিয়া ত্রিনিদাদকে (২৩) মৃত অবস্থায় পাওয়া গেছে। আগুয়াগুয়া নদীর কাছে ক্যাবলোটেলস গ্রামে দুটি মরদেহ পাওয়া গেছে বলে জানান ন্যাশনাল ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রধান লিয়ান্ড্রো ওসোরিও। তিনি বলেন, আমরা শতভাগ নিশ্চিত মরদেহ দুটির মধ্যে একটি মিস হন্ডুরাসের।
লন্ডনে এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় মিস হন্ডুরাস হিসেবে মারিয়ার অংশ নেওয়ার কথা ছিল। জানা গেছে, দুই বোনকে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র ও একটি গাড়ি উদ্ধার করেছেন গোয়েন্দারা। এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১৩ নভেম্বর হন্ডুরাসের পশ্চিমাঞ্চল সান্তা বারবারায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণের পর থেকে দুই বোন নিখোঁজ ছিলেন। সর্বশেষ লাইসেন্স প্লেটবিহীন একটি গাড়িতে দুই বোনকে দেখা গিয়েছিল। মারিয়া ও সোফিয়ার নিখোঁজ এবং মৃত্যুর ঘটনায় সোফিয়ার প্রেমিকসহ চারজনকে জেরা করছে পুলিশ। জাতিসংঘের সমীক্ষা অনুযায়ী, সারা বিশ্বের মধ্যে হন্ডুরাসেই বেশি মানুষকে হত্যার ঘটনা ঘটে।

Leave a comment

You must be Logged in to post comment.