শুভ নববর্ষ সবাইকে

সকল না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে, আকাশ-বাতাস ও প্রকৃতিকে অগ্নিস্নানে শুচি করে তুলতেই আবার এসেছে পয়লা বৈশাখ।বর্ষবরণের উৎসবের আমেজে মুখরিত থাকবে আজ বাংলার চারদিক। গ্রীষ্মের অগ্নিজিহবাও আজ হয়তো বাতাসে লকলক করে নেচে উঠবে। অগ্নিবরণ নাগনাগিনীপুঞ্জও তাদের সঞ্চিত বিষ উগড়ে দিবে বাংলার ভূ-প্রকৃতিতে। তারপরও বাঙালি এই খরতাপ উপেক্ষা করে মিলিত হবে তার সর্বজনীন অসাম্প্রদায়িক উৎসবে।
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা। এসো, হে বৈশাখ এসো, এসো। ঢাকা বিডি ২৪ পরিবার এর পক্ষ থেকে সকল বাংলাদেশীকে জানাই শুভ নববর্ষ ।