Published On: Wed, Jan 21st, 2015

ভারতে গত কয়েক বছরে বাঘের সংখ্যা বেড়েছে

Share This
Tags

images

ভারতে গত তিন বছরে বাঘের সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ। মঙ্গলবার দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকার মঙ্গলবার জানান, ‘ভারতে এখন বিশ্বের ৭০ শতাংশ বাঘ বাস করে।’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে দেশটিতে বাঘের সংখ্যা ছিল ১৭০৬টি। আর ২০১৪ সালে তা বেড়ে হয়েছে ২ হাজার ২২৬টি। সাত বছর আগেও দেশটিতে বাঘের সংখ্যা ছিল ১ হাজার চার শ’র একটু বেশী।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশটির কর্নাটক রাজ্যে সবচেয়ে বেশী বাঘ রয়েছে। এখানে বাঘ রয়েছে ৪০৬টি। এছাড়া উত্তরখণ্ডে ৩৪০টি, তামিলনাড়ুতে ২২৯টি, মধ্যপ্রদেশে ২০৮টি, মহারাষ্ট্রে ১৯০টি, আসামে ১৬৭টি, কেরালায় ১৩৬টি এবং উত্তরপ্রদেশে রয়েছে ১১৭টি বাঘ।

প্রসঙ্গত, ২০ শতকের শুরুতে এই অঞ্চলে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ। ২০০৮ সালে তা কমে দাঁড়ায় মাত্র ১৪১১টিতে। এরপর ভারত সরকার বাঘ রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়। যার ফলে বাঘের সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করে।

 

সুত্রঃ দ্য রিপোর্ট

Leave a comment

You must be Logged in to post comment.