Published On: Wed, Jan 21st, 2015

ছেলে-মেয়ে সমতা এসেছে মাধ্যমিক শিক্ষায়

Share This
Tags

nahid

 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রাইমারি স্কুলে পড়াশোনা করার সময় আমার সঙ্গে কোনো ছাত্রী শিক্ষার্থী ছিল না। এখন দেশের সব শিশু স্কুলে যায়। মাধ্যমিক শিক্ষা পর্যন্ত ছেলে-মেয়ে সমতা এসেছে। আগামী এপ্রিলে জাতিসংঘে মহাসম্মেলনে উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশই এক্ষেত্রে শ্রেষ্ঠ স্থান অর্জন করবে। আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা। ২০১৫ সালের মধ্যে প্রাথমিকে ছেলে-মেয়ে সমতা অর্জনের যে লক্ষ্য ছিল, ইতোমধ্যে মাধ্যমিক পর্যন্ত ছেলে-মেয়ে সমতা আনা সম্ভব হয়েছে। মন্ত্রী বলেন, দেশের ৫ কোটির বেশি ছেলে-মেয়ে পড়াশোনা করছে। আর সব মিলিয়ে ৬ কোটি অর্থাৎ মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশের বেশি লোক নিয়ে দেশের শিক্ষা পরিবার। কারিগরি শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগপোযোগি করতে হবে। এতে বাস্তব শিক্ষাব্যবস্থার প্রসার ঘটাতে হবে বলেও জানান মন্ত্রী।

সুত্র – কালের কণ্ঠ

ডেস্ক রিপোর্ট – সানজানা চৌধুরী

Leave a comment

You must be Logged in to post comment.