Published On: Tue, Jul 8th, 2014

অজগরের শিকার হল জ্যান্ত শিয়াল

Share This
Tags

python

ক্ষুধার জ্বালা মেটাতে জীবন্ত শিয়ালকে খেয়ে নিল এক অজগর। নওগাঁর ধামুরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যানে ক্ষুধার্ত অজগরের শিকার হয়েছে এক জ্যান্ত শিয়াল। ক্ষুধা নিবৃত্ত করার জন্য বিশাল আকারের অজগরটি গত রোববার রাত ১১ টার দিকে বের হয়ে আসে। অজগরের কবলে পড়া শিয়ালের ভয়ার্ত আর্তনাদে প্রায় অর্ধশত শিয়াল এটিকে বাঁচানোর জন্য ভীষণ চিৎকার শুরু করলে স্থানীয় গ্রামবাসী আতঙ্কিত হয়ে লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

লোকজনের উপস্থিতিতে অন্য শিয়ালগুলো পালিয়ে গেলেও ক্ষুধার্ত অজগরের কাছ থেকে রেহাই পায়নি তার আক্রমণের শিকার শিয়ালটি।

ধামুরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, এই শিয়ালটিকে খেয়ে ফেলার মাধ্যমে অজগরটির প্রায় ছয় মাসের আহার হয়ে গেল। বর্তমানে অজগরটি সুস্থ আছে বলেও তিনি জানান।

Leave a comment

You must be Logged in to post comment.